২০২২ সাল পর্যন্ত আমাজনের কর্মীদের অফিসে যেতে হবে না

করোনা পরিস্থিতিতে থমকে আছে বিশ্ব। অর্থনীতিতে নেমে এসেছে স্থবিরতা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নিতে হচ্ছে নতুন নতুন ব্যবস্থা। বিপণন ব্যবস্থা থেকে শুরু করে কর্ম ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে নতুন করে। ওয়ার্ক ফ্রম হোম নীতি অনুসরণ করছে অনেক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় প্রযুক্তি জায়ান্ট আমাজন সিদ্ধান্ত নিয়েছে তাদের যুক্তরাষ্ট্রের কর্মীদের অফিসে আসতে হবে না ২০২২ সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নিতে হলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আমাজনের ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থাটি অবস্য এর কর্পোরেট কর্মীদের জন্য প্রযোজ্য। ডেলিভারি কর্মী এবং স্টক কর্মীদের জন্য এটি প্রযোজ্য নয়।
এদিকে ফেসবুক, গুগল, টুইটার সহ বিশ্বের বিভিন্ন জায়ান্ট প্রতিষ্ঠান জানিয়েছে তারা কর্মীদের অফিস করার তারিখ পিছিয়ে দিবে।
উল্লেখ্য, দিনে দিনে করোনা তার রূপ বদলাচ্ছে। বদলাতে হচ্ছে প্রতিষ্ঠান গুলোর কাজের ধরনও।