স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ চিকিৎসা দেওয়া, করোনা ঠেকানো নাঃ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ সঠিক চিকিৎসা দেওয়া, করোনার সংক্রমণ ঠেকানো নয় বলে মন্তব্য করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে ঘুরাঘুরি করার কারনে সংক্রমণ বাড়ছে, যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তবে নিয়ন্ত্রন করা কষ্টকর হয়ে যাবে বলেও মন্তব্য করেন জাহিদ মালেক।
আজ সোমবার সন্ধ্যায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়াল এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও সরকারের ঘোষিত বিধিনিষেধ মানতে হবে। গ্রামের হাট-বাজার, চায়ের দোকানে মানুষের আড্ডা বন্ধ করতে হবে। গ্রামের মানুষের ধারণা ছিলো তাদের করোনা হবে না। কিন্তু এখন গ্রামের মানুষের করোনা সংক্রামণের হার সবচেয়ে বেশি। ঈদে সবাই বাড়ি যাওয়ার জন্য ভিড় করছে ফেরিঘাটে। এছাড়াও বাসেও দেখছি স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।