শুটিং বন্ধের ঘোষণা

ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সব রকম শুটিং বন্ধ থাকবে। সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম জানিয়েছেন পরিস্থিতির উপর নির্ভর করে এ সিদ্ধান্তের পরিবর্তন আসবে।
নাটক নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সিদ্ধান্তে বিপাকে পড়েছে। তবুও দেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়াতে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন।

উল্লেখ্য, অন্যান্য সময়ের তুলনায় ঈদে নাটক নির্মাণের ব্যস্ততা বেড়ে যায়। এ ঘোষণার পূর্বে ঈদ নাটক নির্মাণের জন্য বিশেষ সুরক্ষা বলয় অনুসরণ করে কাজ করেছেন নির্মাতারা।