শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

নরসিংদীর প্রতিনিধিঃ শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশীদ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আলহাজ্ব হারুনুর রশীদ খান শিবপুর উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। করোনা মহামারী নিয়ে শিবপুর উপজেলায় অনেক সচেতনতা মূলক কাজ করে যাচ্ছিলেন তিনি। সবাইকে সচেতন করার জন্য ওয়ার্ড পর্যায়ে সকল নেতাদের দায়িত্ব দিয়ে করোনা মোকাবেলায় সক্রিয় রেখেছিলেন। সবাইকে নিয়েই করোনা মোকাবেলায় অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছেন এই সংগ্রামী নেতা।