শিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নরসিংদীর প্রতিনিধিঃ নরসিংদী জেলার শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় শিবপুর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও কাবিরুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল,প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা।এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।