শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে যা জানালেন…

আজ বৃহস্পতিবার, ১৫.০৭.২০২১ তারিখ বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন। এ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করে হয়েছে। এইচএসসি পরীক্ষা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। গ্রুপভিত্তিক তিন বিষয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী জানান, উক্ত তিন বিষয়ের পরীক্ষার উপর ভিত্তি করে অন্য আবশ্যিক বিষয়ের মূল্যায়ন করা হবে এসএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ের মাধ্যমে।
যদি কোন কারণে পরীক্ষা নেয়া না হয় তবে এসাইনমেন্ট এবং বিষয় ভিত্তিক ম্যাপিং করে ফলাফল নির্ধারণ করা হবে। তবে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।