লিটন-সাকিবের নৈপুন্যে সহজ জয় বাংলাদেশের

বেট হাতে লিটন দাস আর বল হাতে সাকিব আল হাসানের দুর্দান্ত পারফর্মেন্স এ সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সাকিবের পাঁচ উইকেট শিকার, লিটন দাসের শতকের উপর ভর করে ১৫৫ রানের বিশাল জয় পেয়েছে তামিম বাহিনী। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল এটি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ শুক্রবার, আগে ব্যাট করে লাল সবুজদের বেঁধে দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২১ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে ১৫৫ রানের বড় জয় পায় টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ০, লিটন, সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফ ৮*, তাসকিন ১, শরিফুল ০*; মুজরাবানি ১০-২-৪৭-২, চাতারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩, বার্ল ৫-০-৩১-০, মাধেবেরে ৬-০-৩৭-০)।
জিম্বাবুয়ে: ২৮.৫ ওভারে ১২১ (মাধেবেরে ৯, মারুমানি ০, টেইলর ২৪, মায়ার্স ১৮, চাকাভা ৫৪, বার্ল ৬, জঙ্গুয়ে ০, মুজরাবানি ২, চাতারা ২*, এনগারাভা ০, মারুমা আহত অনুপস্থিত; তাসকিন ৫-০-২২-১, সাইফ ৪-০-২৩-১, সাকিব ৯.৫-০-৩০-৫, শরিফুল ৬-০-২৮-১, মিরাজ ৩-০-১৫-০, মোসাদ্দেক ১-০-১-০)।