জাতীয় বাজেট ২০২১-২১ বাস্তবায়ন: পিছিয়ে পড়া মানুষেরা কীভাবে সুফল পাবে

বিশেষ প্রতিবেদকঃ
৮ আগস্ট ২০২১, ‘জাতীয় বাজেট ২০২১-২১ বাস্তবায়ন: পিছিয়ে পড়া মানুষেরা কীভাবে সুফল পাবে’ এই নামে আনুষ্ঠানিকভাবে একটি অনলাইন সংবাদ সম্মেলন করা হয়েছিলো। সুলতানা কামালের সভাপতিত্বে দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটির মূল বক্তব্যগুলো তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, এই অর্থবছরের বাজেটে সুবিধাবঞ্চিত মানুষদের সংকট প্রশমিত করার প্রেক্ষিতে কোন সঠিক পদক্ষেপ নিতে না পারায় তারা চলমান আর্থিক সংকটে প্রবলভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষমাত্রার জন্য নাগরিক প্লাটফর্ম থেকে একটি বিবরণী প্রকাশ করে তারা বলেন, সরাসরি আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা পর্যাপ্ত পরিমাণে না হওয়ায় এই মহামারি করোনা ভাইরাসের সংকট বেড়েই চলছে। ভট্টাচার্যের মতে, সরকার কর্তৃক খাদ্য ব্যবস্থাপনা পরিচালনায় দারিদ্রদের জন্য এটি ফল্প্রসূ নয়। অর্থনীতি এখন K-Shaped পুনরুদ্ধারের সম্মুখীন হয়েছে। যার মানে অর্থ বণ্টন ও পুনরুদ্ধারের অসম প্রক্রিয়াকে বুঝানো হয়। তিনি বলেন, ধনিদের ক্ষেত্রে এই পুনরুদ্ধার যদিও কাটিয়ে উঠা সম্ভব কিন্তু দরিদ্রদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টো।
উপোরন্তু, খাদ্য সংকট আরো বেড়ে চলছে, এই মহামারির মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের সংকট আরো তীব্রতর হয়ে উঠেছে। শতকরা ৮০ ভাগ সুবিধাবঞ্চিত মানুষ তাদের খাদ্য খরচ কমিয়েছে। এই অচলায়তনের বিরুদ্ধে দারিদ্রের জীবন-যাপন উন্নতিতে সরকারের সহায়তা নিশ্চিত অত্যন্ত প্রয়জোন বলে তিনি মনে করেন।