মহানগরের প্রশংসায় প্রসেনজিৎ, উচ্ছশিত নিপুণ।

হইচই-এ মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মহানগর মুক্তির প্রথম থেকেই হৈচৈ ফেলে দিয়েছে। সাধারণ দর্শকতো আছেনই, প্রশংসা করছেন তারকারাও। সেই তালিকায় এবার যুক্ত হলেন টালিউড “ইন্ডাস্ট্রি” খ্যাত সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মহানগরের পরিচালক আশফাক নিপুণ তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন- স্বয়ং প্রসেনজিৎ তাকে ফোন করে মহানগরের প্রশংসা করেছেন। নিপুণ লিখেছেন- “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেণ্ডারী অভিনেতা Prosenjit Chatterjee স্বয়ং আমাকে কল করে “মহানগর” এর ভুয়সী প্রশংসা করেছেন!”
নিপুণ এবং প্রসেনজিৎ এর ১৫ মিনিটের আলাপনে কথা হয়েছে গল্প, অভিনয়, অভিনয় শিল্পী এবং ক্রু সহ অনেক বিষয় নিয়েই। ওসি হারুণ চরিত্রাভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন একটু আলাদা করেই। প্রসঙ্গত তিনি জানান মোশাররফের মত অভিনেতা কলকাতায়ও দেখা যায় না।
নিপুণ স্ট্যাটাসে জানিয়েছেন, বুম্বা দা শিশুর মত আগ্রহ নিয়ে “মহানগর” এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে গেছেন। প্রশংসা করতে গিয়ে তিনি উৎপল দত্ত এবং ঋতুপর্ণ ঘোষের সিনেমার কথাও টেনে এনেছেন।
১৫ মিনিটের আলাপনের শেষে এসে তিনি নিপুণকে বলেন- “আপনার সিনেমা বানানো উচিৎ। সিনেমা আপনার জায়গা।”
নিপুণ তাকে ধন্যবাদ জানিয়েছেন কারণ এ বিষয়টি তার কাজের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
