ভূমধ্যসাগর তীরে ‘রেহানা মরিয়ম নূর’, অপেক্ষার পর্দা নামবে রাত ১১ টা ৩০ মিনিটে…

ভূমধ্যসাগর তীরে অপেক্ষা করছে হয়তো বাংলাদেশের সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে জানা যাবে ‘রেহানা মরিয়ম নূর’ এর ভাগ্যে কানে আসলে কী লিখা আছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন এবং নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ।
মহেন্দ্রখনের জন্য অপেক্ষা করছেন সিনেমাটির পুরো ইউনিট, সাথে পুরো বাংলাদেশ এবং সিনেমা প্রেমী বাংলা ভাষাভাষী মানুষ।
যদিও নির্মাতা পুরস্কার প্রসঙ্গ উঠলে জানান, “যেটা পেয়েছি সেটা অনেক বেশি হয়ে গেছে আমার জন্য। কিন্তু, মানুষ তো পেলে আরো পেতে চায়। সেক্ষেত্রে অ্যাওয়ার্ড পেলে ডেফিনেটলি আমার ভালো লাগবে।”
এ ভালো লাগা মহানন্দে উৎযাপন করবে পুরো দেশ এমনটাই মনে করছেন সিনেমা প্রেমীরা। তাদের প্রত্যাশা- আজ রাত হোক বাংলা সিনেমার, আজ রাত হোক বাংলাদেশি সিনেমার, আজ রাত হোক রেহানা মরিয়ম নূর’এর!