বিদ্যানন্দের স্টিকার লাগানো একাধিক গাড়ি দেখে বিব্রত বিদ্যানন্দ

নিউজ ডেস্কঃ বিদ্যানন্দের স্টিকার লাগানো একাধিক গাড়ি দেখে খোদ বিদ্যানন্দ নিজেই বিব্রত প্রকাশ করেছে। দেশে ২০১৩ সাল থেকে কাজ করে আসা এই স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ফেইসবুক পেইজে এ নিয়ে একটি পোস্ট করেন।
বিদ্যানন্দের ফেইসবুক পেইজে তারা বলেন, ‘শত কোটি টাকার ত্রাণ বিতরণ করা বিদ্যানন্দ প্রশাসনিক খরচে খুবই গরীব প্রতিষ্ঠান। ভাড়ায় একটি মাত্র গাড়ি ও তিনটি এ্যাম্বুলেন্স ছাড়া আর কোন গাড়িই ব্যবহার করা হয়না বিশাল এই প্রতিষ্ঠান চালাতে’।
আরও বলেন, ‘বিদ্যানন্দের বর্তমান গ্রহণযোগ্যতায় পৌঁছুতে শত কর্মীর ত্যাগ রয়েছে, প্রাণটাই দিয়ে দিছেন কোন কর্মী। আর সে নাম ব্যবহার করে কেউ মাইকিং করে চাঁদা তুলে ঢাকায়, কেউ অনলাইনে অনুদান খুঁজে বেড়ান, আবার কেউ এমন রুট পারমিট হিসেবে ব্যবহার করছে। এমন বহুরুপ ব্যবহারে আমরা বিব্রত।’
বিদ্যানন্দ তাদেরকে প্রতারক বলে উল্লেখ্য করেন। তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন।