প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, ভিডিও ভাইরাল আমির কন্যার

বিনোদন ডেস্কঃ প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, ভিডিও ভাইরাল আমির কন্যার ইরা খানের, অনেক আগেই তার সাথে তার ফিটনেস কোচ নুপুরের প্রেম চলছে বলে গঞ্জন চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার ঘোষণা দিয়েই প্রেম শুরু করেন। এর পর থেকে প্রায়শই প্রেমিকের সঙ্গে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন ইরা।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন ইরা খান। নুপুরের নানান মিষ্টি মুহূর্তের ছবি আছে।ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে শরীরচর্চা, আবার কখনো বা দূরে কোনো নির্জন প্রান্তরে শুধু তাদের কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্ত ধরা পড়েছে সেই ভিডিওতে। প্রেমিককে তার জীবনের অন্যতম ভরসার জায়গা উল্লেখ করতেও ভোলেননি ইরা খান এই ভিডিওর ক্যাপশনে। নুপুরের প্রতি ইরার তার অগাধ ভরসার কথা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা আমির কন্যা।
কীভাবে নুপুরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলে দিয়েছে ইরাকে, নিজের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সে কথাও জানিয়েছেন আমির কন্যা ইরা খান ।