প্রাঞ্জলের সঙে তাপসী পান্নু

বলিউড নায়িকা তাপসী পান্নু প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। প্রাঞ্জল খান্ডারিয়ার সঙ্গে ‘আউটসাইডার্স ফিল্মস’ নামে এক প্রযোজনা সংস্থায় তিনি যোগ দিয়েছেন। একজন প্রযোজক হিসেবে কাজ করে চলচ্চিত্রের সাথে আরও শক্ত সম্পর্ক তৈরি হবে বলে মনে করেন তাপসী।

ছবিঃ সংগৃহীত
১১ বছরের ক্যারিয়ারে তাপসী প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করার কথা ভাবলেও এ পর্যায়ে তা করতে পারায় তিনি উচ্ছ্বসিত। তার ক্যারিয়ারে দর্শক ভক্তদের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত। তাপসী পান্নু তার দর্শক ভক্তদের ঋণ শোধ করতে চান প্রযোজনা সংস্থার মাধ্যমে ভালো ভালো কাজ উপহার দিয়ে। প্রযোজনার মাধ্যমে তাপসী প্রাঞ্জল জুটি ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রতিভা উপহার দিতে পারবেন বলেও তাদের বিশ্বাস।

ছবিঃ সংগৃহীত
সম্প্রতি এক্তি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পেয়েছে তাপসী অভিনীত ‘হাসিন দিলরুবা’। তাপসী এখন প্রাঞ্জলের নির্মাণে ‘রশ্মি রকেট’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। “যদি আপনি কিছু ধারণ করেন তবে তা ঢাকঢোল পিটিয়ে জানান দিন” ফর্মুলায় বিশ্বাসী তাপসী প্রযোজক হিসেবে দর্শকদের কি জানান দিবেন তাই এখন দেখার বিষয়।

ছবিঃ সংগৃহীত