পাসপোর্ট নবায়ন সেবা বন্ধ

বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র ধরে জানা যায় চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে এমআরপি সার্ভারে তথ্য ইনপুট দেয়া সম্ভব হচ্ছে না। যার কারণে পাসপোর্ট নবায়নে সমস্যা দেখা দিয়েছে। এতে করে বাংলাদেশী মিশনগুলোতে এ সেবা বন্ধ আছে এবং প্রবাসী বাংলাদেশীরা সমস্যায় পড়েছেন। পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে অনেক দেশেই শ্রমিকদের আটক হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও নবায়ন ছাড়া পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে গেলেও পড়তে হয় বিপাকে।
বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা যায়, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর তিন কোটি এমআরপির জন্য চুক্তি করেছিল আইরিস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের সাথে। মালয়েশিয়ার এ প্রতিষ্ঠানের সাথে চুক্তির কাজ শেষ হয়ে যায় গত জুন মাসে। তাই নতুন করে কনো তথ্য হালনাগাদ হচ্ছেনা।
পাসপোর্ট নিয়ে এধরণের সমস্যা আগেও হয়েছে বলে যানা যায়। ভুক্তভোগীদের ভাষ্য “পূর্বের ভুল থেকেও শিক্ষা নিয়ে কাজ করা উচিৎ”।