জেদ্দায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদায় পালনের উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে আওয়ামী ফোরাম (১১ সংগঠন)।
জেদ্দা বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সাধারন সম্পাদক মুসা খানের পরিচালনা ও বাংলাদেশ কৃষক লীগ জেদ্দার সভাপতি সাইফুল ইসলাম বাবুলের সভাপত্বিতে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী আওয়ামী পরিবার ও বাংলাদেশ ইন্টা: স্কুল এন্ড কলেজ জেদ্দার গভনিং বডির চেয়ারম্যান শেখ আতাউর রহমান মুকুল।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুব পরিষদের সভাপতি নাজমুল শাহাদাত সুমন, বিশেষ অতিথি ছিলেন : বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সভাপতি হোসেন মোহাম্মদ নাহিদ,আওয়ামী নবীন লীগ সৌদি আরবের সভাপতি শেখ ওয়াদুদ করিম।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এমদাদুল হক,সরোয়ার মোল্লা,জিতু আহমেদ সহ আওয়ামী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১৫ই আগষ্ট দিনব্যাপি নানা কর্মসূচি পালনের লক্ষে আলোচনা করা হয়।