চিত্রনায়িকা পরীমনি আটক, বাসায় র্যাবের অভিযান

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আজ বুধবার ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীমনির বাসার গেটের বাইরে র্যাবের সদস্যরা অবস্থান নেয় এবং বাসাটি ঘিরে রেখেছেন। প্রথমে বাসার গেইট খুলতে চাননি পরীমনি। পরে র্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এই সংবাদ লিখা পর্যন্ত র্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করছেন।