কাল আসছে চীন থেকে আরও ২০ লাখ ভ্যাকসিন

আগামিকাল শনিবার চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে বাংলাদেশে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে দুইটি আলাদা আলাদা বিমানে।
বাংলাদেশে নিযুক্ত চিনা উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন প্রতিটি বিমানে ১০ লাখ ডোজ টিকা থাকবে।
ভ্যাকসিন আসার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেন আগামীকাল রাত ১১ টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।
চুক্তি অনুসারে তিন মাসে চীন থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন আসবে বাংলাদেশে। উপহার স্বরূপ বাংলাদেশ সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে।