করোনার টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই সোমবার বিকালে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিতে যান তিনি। এ সময় গাড়িতে বসেই টিকা নেন তিনি।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, দলের চেয়ারপারসন মডার্নার টিকা নিয়েছেন।
জাহিদ আরও বলেন বেগম জিয়া নিয়মকানুন মানা বাংলাদেশের একজন গর্ভিত নাগরিক। তিনি সাধারণ মানুষের কাতারে এসে নিবন্ধন করে টিকা নিয়েছেন।
এদিকে টিকা নেওয়ার পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বেগম জিয়া। গত ৮ জুলাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাসের টিকা পেতে নিবন্ধন করেন বেগম জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।