ঐতিহ্যবাহী তালতলী গরুর বাজারে সামাজিক দূরত্বের কোন বালাই নেই

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা পলাশ থানার ঐতিহ্যবাহী অস্থায়ী কোরবানির পশুর হাট বসে তালতলী বাজারে। ঐতিহ্যবাহী তালতলী গরুর বাজারে কেউ মানছেনা সামাজিক দূরত্ব, নেই মুখে মাস্ক, থাকলেও নাই সঠিক প্রয়োগ। সরজমিনে ঘুরে এমনটা-ই দেখা গিয়েছে। সামাজিক সচেতনতার কোন বালাই নেই হাটে।
সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানার ব্যাপারের কোন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি বাজার কর্তৃপক্ষকে। এ নিয়ে কথা বলতে গেলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায় নি।
কাউন্টারে থাকা ব্যক্তির সাথে কথা বলতে গেলে বলেন, মাইকে বার বার বলা হচ্ছে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে বাজারে প্রবেশ করবেন কিন্তু তারা মানছে না। আর ক্রেতা, ব্যাপারী ও বিক্রেতার পরিমান এত বেশি যে আমাদের ভলান্টিয়ারদের কথা তারা শুনছে না।
শেষ মুহূর্তে নিলামে তুলে ৩২লক্ষ টাকা উঠে বাজারের দাম, যা ভ্যাট ও ট্যাক্স মিলে ৩৬ লক্ষ ৪৬ হাজার টাকা। অনেকের ধারনা এবার লাভের চেয়ে ক্ষতিই গুণতে হবে নিলাম প্রাপ্ত কর্তৃপক্ষ কে।