আলুর ভর্তা ও পান্তাভাতে বিশ্বজয়

কিশোয়ার চৌধুরী।
যার জন্য রিয়ালিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্বের শুরুটা ছিলো বেশ কঠিন। তিনি ফাইনাল রাউন্ডে হাঁসের মাংস রানা শুরু করেন। বিচারকরা তার কাছে এসে জানতে চান এ রান্নায় কিশোয়ার কোথায়? তারপরই উপস্থিত বুদ্ধিতে তিনি পরিবেশন করেন বাঙালির আলু ভর্তা এবং পান্তাভাত। সাথে ছিলো খেতে ইলিশের মতো সার্ডিন মাছ। ফাইনাল ডিশ পরিবেশন করে ৫১ নম্বর নিয়ে দ্বিতীয় হন কিশোয়ার। অপরদিকে ৫৩ নম্বর নিয়ে প্রথম হন পিট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বনে যান কিশোয়ার। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেগুন ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা, আমের টক, লাউ চিংড়ির মতো মুখরোচক খারাবগুলো রান্না করে সবার দৃষ্টি কাড়েন তিনি।
উল্লেখ্য, কিশোয়ার চৌধুরীর বাবার বাড়ি ঢাকার বিক্রমপুরে, আর মায়ের বাড়ি কলকাতার বর্ধমানে।