আফগানদের বাংলাদেশে আশ্রয় দিতে মার্কিন প্রস্তাব, বাংলাদেশের ‘না’

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, কিছু সংখ্যক আফগানিদের সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেয়ার অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশসহ আরও কিছু সংখ্যক বন্ধু দেশকে যুক্তরাষ্ট্র এ অনুরোধ জানায়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমগুলোকে জানায় ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যায় আছে। নতুন করে কাউকে আশ্রয় দেয়ার সুযোগ নেই। তাই যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করা হয়েছে।