অনলাইন থেকে পশু ক্রয় করা জায়েজ – মিজানুর রহমান আযহারী

স্টাফ রিপোর্টারঃ অনলাইন থেকে কোরবানির জন্য পশু করা জায়েজ, অনলাইন থেকে পশু কোরবানির জন্য ক্রয়-বিক্রয় করা যাবে না, এতে কোন ধরণের নিষেধাজ্ঞা ইসলামে নেই। মালয়েশিয়া থেকে অনলাইন প্রশ্নে-উত্তর পর্বে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আযহারী এ কথা বলেন।
তিনি আরও বলেন আমরা অনলাইন থেকে অনেক পণ্য ক্রয় করে থাকি, সে ক্ষেত্রে যেমন কোন বাধা নিষেধ নেই, তেমনি কোরবানির পশু অনলাইন থেকে কেনার ক্ষেত্রেও কোন বাধা নিষেধ নেই। লক্ষ্য রাখতে হবে যেন পশুটি যেন অসুস্থ, বয়স্ক , কান কাটা, শিং ভাংগা ও খুরা পশু না হয়। এই ধরণের পশু কোরবানির উপযুক্ত নয়। তিনি কোরবানির বিষয় নিয়ে বিভিন্ন হাদিসের বর্ণনা করেন।